মালদ্বীপে জন্মগ্রহণ করা জেন জি প্রজন্ম থেকে পরবর্তী সব প্রজন্মের জন্য ধূমপানে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর মাধ্যমে ২০০৭ সালের জানুয়ারি মাসের পর যারা জন্মগ্রহণ করেছে ও করবে, তারা সবাই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। নিষেধাজ্ঞাটি সব ধরণের তামাকের ক্ষেত্রেই প্রযোজ্য।
খুচরা বিক্রেতাদের কাছে বিক্রির আগে বয়স যাচাই করতে হবে। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করলে প্রায় ৩ হাজার ২০০ ডলার জরিমানা করা হবে। সেই সঙ্গে ২১ বছরের নিচে কোনো ব্যক্তিকে তামাক সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
নতুন এ আইনে সব ধরনের তামাক বিজ্ঞাপনেও নিষোধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে পৃষ্ঠপোষকতা ও প্রচারণা। পাশাপাশি সব বয়সের জন্য ই-সিগারেট ও ভ্যাপও সম্পূর্ণ নিষিদ্ধ।
১ নভেম্বর থেকে কার্যকর নিষেধাজ্ঞাটি প্রথমে জেনারেশন জেড প্রজন্মকে প্রভাবিত করবে। পর্যটনে প্রসিদ্ধ দেশটির পর্যটকদের ক্ষেত্রেও এ আইন প্রযোজ্য।
দেশটির ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ এ পদক্ষেপকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি সাহসী ও তথ্যভিত্তিক উদ্যোগ। যা মাদকচক্র ভাঙতে, রোগ প্রতিরোধ ও তরুণ প্রজন্মের জন্য আরও সুস্থ ও শক্তিশালী ভবিষ্যৎ নিশ্চিত করবে।
মালদ্বীপের স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশটিতে অসুস্থতা ও মৃত্যুর অন্যতম প্রধান কারণ তামাক সেবন ও পরোক্ষ ধূমপান। এ কারণেই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু গতবছর এক ধূমপানবিরোধী কর্মসূচি চালু করেন। এর অংশ হিসেবে ভ্যাপ ও ই-সিগারেট নিষিদ্ধ করা হয়। সিগারেটের ওপর আমদানি শুল্ক ও করও দ্বিগুণ নির্ধারণ করা হয়েছে।
মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রত্যাশা করছে, আইনটি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে এবং ধূমপানমুক্ত প্রজন্ম গড়তে উৎসাহ দেবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি-প্রতিদিন/এমই