দেশের ব্যবসাবাণিজ্য এক কঠিন সময় পার করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে দানা বেঁধে উঠেছে ভয়াবহ মতবিরোধ। পরিণতিতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে। ব্যবসা খাতে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি ব্যয় বেড়েছে। ব্যবসায়ীরা এখন চাঁদাবাজির প্রধান শিকার। রাজনৈতিক অস্থিরতায় সুস্থভাবে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। মবতন্ত্রের কুশীলবরা জিম্মি করছে সর্বস্তরের ব্যবসায়ীদের। গত দেড় বছরে রাজনৈতিক অস্থিরতার সবচেয়ে বড় শিকারও তারা। নতুন বিনিয়োগের সাহস পাচ্ছেন না অধিকাংশ ব্যবসায়ী। ব্যাংকের সুদের হার বৃদ্ধি পাওয়ায় অসহায় বোধ করছেন তারা। গত দেড় বছরে মূলধনি যন্ত্রপাতির আমদানি হ্রাস পেয়েছে বিনিয়োগ কমে যাওয়ায়। যেভাবে উৎপাদন ব্যয় বেড়েছে, সেভাবে পণ্যের দাম পাওয়া যাচ্ছে না। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের চাহিদাও কমে গেছে। ব্যবসা চালানো এখন আগের চেয়ে জটিল হয়ে পড়েছে। নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন না কেউ। বিবিএক্সের এক জরিপে ৭৮ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, মুদ্রাস্ফীতি ও আর্থিক অনিশ্চয়তায় বিশেষ করে তৈরি পোশাক, ওষুধ ও পাইকারি বাণিজ্যে উৎপাদন ব্যয় বেড়েছে। ৫৮ শতাংশ প্রতিষ্ঠান আর্থিক সংকটে এবং ৬০ শতাংশ দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সমস্যায় পড়েছে। শিল্পোদ্যোক্তাদের মতে, উচ্চ সুদের হারই এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। জ্বালানি ও কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অনেক কারখানা এখন ডিজেল জেনারেটরে চলছে, এর ফলে বেড়েছে উৎপাদন খরচ। পরিবহন ব্যয়ও বেড়েছে। সড়ক অবরোধ ও বিক্ষোভে সরবরাহ চেইনে বিঘ্ন ঘটছে। ব্যবসাবাণিজ্য সংকুুচিত হয়ে পড়ায় কর্মসংস্থানের সুযোগ হ্রাস পাচ্ছে। দেশজুড়ে বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব। যুবকদের মধ্যে দেখা দিচ্ছে হতাশা। যা বিপজ্জনক হয়ে উঠতে পারে যে কোনো সময়। ব্যবসায় উন্নতি চাইলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। দেশের সিংহভাগ মানুষের সমর্থনে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও তারা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। এ প্রেক্ষাপটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় দ্রুত পদক্ষেপ নিতে হবে।
শিরোনাম
- ট্রাম্পের হুমকির কৌশলী জবাব নাইজেরিয়ার
- আসতে পারে ১০ শৈত্যপ্রবাহ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও তিন জিম্মির মরদেহ
- ইউক্রেনে রাশিয়ার হামলায় ২ শিশুসহ নিহত ৬
- আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড