জুলাই সনদ নিয়ে স্বৈরতন্ত্রবিরোধী রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছানোর বদলে বিভেদের পথে হাঁটছে। ঐকমত্য কমিশন গঠন করে ঐকমত্যে পৌঁছানোর উদ্যোগ চলছে বছর ধরে। রাজনৈতিক দলগুলোর একাংশ একের পর এক প্রস্তাব দিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ঐকমত্যে পৌঁছানোর আলোচনার শেষ মুহূর্তে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদকে শক্তিশালী আইনি ভিত্তি দিতে ও পরবর্তী সময়ে বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোকে অ্যাফিডেভিট অথবা শপথবাক্য পাঠ করতে হবে। যেসব দল এটা করবে না তারা পরবর্তী নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবে। রবিবার প্রথমবারের মতো কমিশনের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই সনদে একমত হয়ে উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচন পর্যন্ত যেতে চাই। ভিতরে কোনো দুশ্চিন্তা রেখে আমাদের যেন নির্বাচনে যেতে না হয়। ফেব্রুয়ারির নির্বাচন শুধু নির্বাচন না, নবজাগরণ। ত্যাগ, আত্মাহুতি- সার্থক হবে যদি আমরা নবজন্ম লাভ করতে পারি। নতুন বাংলাদেশ গড়তে, নিজেদের সব চাওয়াপাওয়া পূরণ করার যে সুযোগ এসেছে, তা আর আসবে না। এই সুযোগ হারানো যাবে না। ছোটখাটো বিষয়ে আটকে গিয়ে আমরা যেন বড় জিনিস হারিয়ে না ফেলি। আমরা এমনভাবে এই জাতিকে দাঁড় করাতে চাই এটা শুধু ওপরের দিকে উঠবে; ডানে-বাঁয়ে তাকানোর দরকার হবে না। ঐকমত্য কমিশনের আলোচনা এগিয়ে নেওয়ায় সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, আলোচনা চলবে। তার আগে জুলাই সনদ করা গেলে দেশ যেমন নিশ্চিন্ত হবে, তেমন বিশ্বের কাছে বাংলাদেশ অনুসরণীয় বলে বিবেচিত হবে। ঐকমত্য কমিশনে রাখা প্রধান উপদেষ্টার বক্তব্য খুবই প্রাসঙ্গিক। রাজনীতিতে মতপার্থক্য থাকবেই। তারপরও রাজনৈতিক দলগুলো সৌহার্দের পরিবেশে জুলাই সনদ নিয়ে ঐকমত্য পৌঁছার যে চেষ্টা চালাচ্ছে তা প্রশংসার দাবিদার। জুলাই সনদকে সংবিধানের অংশ করা হবে কি না, তা ভবিষ্যতের নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সেটিই হবে উত্তম। জুলাই গণ আন্দোলনের বিজয় ধরে রাখতে ঐক্য ধরে রাখতে হবে। নিজেদের মত চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকে দূরে থাকাও জরুরি।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক