জুলাই সনদ নিয়ে স্বৈরতন্ত্রবিরোধী রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছানোর বদলে বিভেদের পথে হাঁটছে। ঐকমত্য কমিশন গঠন করে ঐকমত্যে পৌঁছানোর উদ্যোগ চলছে বছর ধরে। রাজনৈতিক দলগুলোর একাংশ একের পর এক প্রস্তাব দিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ঐকমত্যে পৌঁছানোর আলোচনার শেষ মুহূর্তে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদকে শক্তিশালী আইনি ভিত্তি দিতে ও পরবর্তী সময়ে বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোকে অ্যাফিডেভিট অথবা শপথবাক্য পাঠ করতে হবে। যেসব দল এটা করবে না তারা পরবর্তী নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবে। রবিবার প্রথমবারের মতো কমিশনের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই সনদে একমত হয়ে উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচন পর্যন্ত যেতে চাই। ভিতরে কোনো দুশ্চিন্তা রেখে আমাদের যেন নির্বাচনে যেতে না হয়। ফেব্রুয়ারির নির্বাচন শুধু নির্বাচন না, নবজাগরণ। ত্যাগ, আত্মাহুতি- সার্থক হবে যদি আমরা নবজন্ম লাভ করতে পারি। নতুন বাংলাদেশ গড়তে, নিজেদের সব চাওয়াপাওয়া পূরণ করার যে সুযোগ এসেছে, তা আর আসবে না। এই সুযোগ হারানো যাবে না। ছোটখাটো বিষয়ে আটকে গিয়ে আমরা যেন বড় জিনিস হারিয়ে না ফেলি। আমরা এমনভাবে এই জাতিকে দাঁড় করাতে চাই এটা শুধু ওপরের দিকে উঠবে; ডানে-বাঁয়ে তাকানোর দরকার হবে না। ঐকমত্য কমিশনের আলোচনা এগিয়ে নেওয়ায় সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানিয়ে ড. ইউনূস বলেন, আলোচনা চলবে। তার আগে জুলাই সনদ করা গেলে দেশ যেমন নিশ্চিন্ত হবে, তেমন বিশ্বের কাছে বাংলাদেশ অনুসরণীয় বলে বিবেচিত হবে। ঐকমত্য কমিশনে রাখা প্রধান উপদেষ্টার বক্তব্য খুবই প্রাসঙ্গিক। রাজনীতিতে মতপার্থক্য থাকবেই। তারপরও রাজনৈতিক দলগুলো সৌহার্দের পরিবেশে জুলাই সনদ নিয়ে ঐকমত্য পৌঁছার যে চেষ্টা চালাচ্ছে তা প্রশংসার দাবিদার। জুলাই সনদকে সংবিধানের অংশ করা হবে কি না, তা ভবিষ্যতের নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সেটিই হবে উত্তম। জুলাই গণ আন্দোলনের বিজয় ধরে রাখতে ঐক্য ধরে রাখতে হবে। নিজেদের মত চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকে দূরে থাকাও জরুরি।
শিরোনাম
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
জুলাই সনদ
ঐক্য ধরে রাখতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর