গত দেড় দশকে আইন, বিচার, প্রশাসনসহ সব ক্ষেত্রে অনিয়ম-অনাচার, দুর্নীতি-দুঃশাসনের কালো অধ্যায় রচনা করে গেছেন পতিত স্বৈরশাসক। রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের রীতিনীতি, প্রাতিষ্ঠানিকতা ধ্বংস করা হয়েছে। তারই দুর্ভাগ্যজনক পরিণতি হচ্ছে দৃষ্টিকটু সামাজিক বৈষম্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সীমাহীন বঞ্চনা। বছরের পর বছর তারা পরিবার-পরিজন নিয়ে হতাশা-গ্লানি-দুর্দশা ভোগ করেছেন। কখনো প্রতিকার চেয়ে পথে নামলে মিথ্যা আশ্বাসে ঘরে ফেরানো হয়েছে, বঞ্চনার অবসান হয়নি। সোচ্চারভাবে রুখে দাঁড়ানোর সাহস-সুযোগও পাননি তারা। সরকারের পেটোয়া বাহিনী মেরেধরে নাস্তানাবুদ করে ছেড়েছে। ফলে মানুষের পাহাড়সম দাবি জমা ছিল, যার বহিঃপ্রকাশ ঘটছে ছাত্র-জনতার গণ আন্দোলনে স্বৈরাচার পতনের পর ১০ মাস ধরে। নতুন বাংলাদেশ গড়ার শপথে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই, প্রায় প্রতিদিন নানা শ্রেণি-পেশার মানুষের দাবি-বিক্ষোভ-অবরোধ মোকাবিলা করতে হচ্ছে। থামছেই না আন্দোলন; এর যেন শেষ নেই। সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারী নেতারা। তারা আশা করছেন, সরকার দাবি মেনে নেবে। না হলে আরও কঠোর কর্মসূচি পালন করবেন। অন্যদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা সিটি দক্ষিণ নগর ভবনে টানা অবস্থান করছেন তার সমর্থক ও করপোরেশনের ইশরাকপন্থি কর্মচারীরা। সবার সংগত দাবির প্রতি সরকার ন্যায্যতার বিচারে পদক্ষেপ নেবে, আশা করি। দেশ ও জাতির পুনর্জাগরণে অন্তর্ঘাতমূলক নাশকতা বা গতিশীল কর্মপ্রবাহে প্রতিরোধ সৃষ্টি কাম্য নয়। কোনো পক্ষেরই হঠকারী হওয়ার সুযোগ নেই। যে বৈষম্যহীন, সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার সমাজ বিনির্মাণের লক্ষ্যে ঐতিহাসিক জুলাই-বিপ্লব সংঘটিত হয়েছে, তার সুফল লাভ করুক জনগণ। কেউ যেন তা ভন্ডুল করার অপচেষ্টায় সফল না হয়। জুলাইয়ের চেতনা শিরোধার্য করে নৈতিক নেতৃত্বের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ব্রতী হোক সরকার, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, সব অংশীজন ও সর্বসাধারণ।
শিরোনাম
- 'প্রিজন সেলে অবহেলায় আল্লামা সাঈদীর মৃত্যু হয়'
- নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে খাদ্য নিরাপত্তাহীনতা, কষ্ট বেড়েছে মানুষের
- লুট হওয়া ৪০ হাজার ঘনফুট পাথর সারুলিয়া থেকে উদ্ধার
- জামিনে কারামুক্ত শমী কায়সার
- ডিএমপির সব থানায় অনলাইন জিডি চালু
- ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
- জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
- ভারত, আওয়ামী লীগ, জামায়াত— দেশের মূল শত্রু: মুক্তিযোদ্ধা দল
- নতুন বিশেষ ভিসা চালু করছে চীন
- মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের
- ঝিলমিল প্রকল্পে ১৫ গাড়ি চালকের নামে বরাদ্দকৃত প্লট বাতিল
- আগস্টের ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
- কুয়েতে ভেজাল মদ পানে মৃত বেড়ে ১৩
- মনির হায়দারের নিয়োগের মেয়াদ ছয় মাস বাড়ল
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ল ৫০ শতাংশ
- শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- নীল নদ থেকে ফোরাত : আরব বিশ্বের জন্য হুমকি নেতানিয়াহুর যে সম্প্রসারণবাদী স্বপ্ন
- বাইডেনের ছেলের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলার হুমকি মেলেনিয়া ট্রাম্পের
- বিদ্যুৎ ও গ্যাস সংকট পোশাক খাতের বড় চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি
- নতুন ক্ষেপণাস্ত্র বাহিনী গঠন করছে পাকিস্তান