২০২৪-২৫ অর্থবছরে পণ্য পরিবহন, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি ও আয়ের লক্ষ্যমাত্রা সফলভাবে অতিক্রম করেছে মোংলা সমুদ্রবন্দর। নতুন অর্থবছরের প্রথম দিনেই একসঙ্গে চার বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরের জেটিতে পণ্য খালাস করছে, যা নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান,
বন্দরের এ সাফল্যের ধারাবাহিকতায় সদ্য শুরু হওয়া ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই (মঙ্গলবার) বন্দরের ৫ নম্বর জেটিতে ২৯৯ টিইইউজ কন্টেইনার নিয়ে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ এমভি কোটা রেসটু, ৬ নম্বর জেটিতে চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ এমটি হাইহং, ৭ নম্বর জেটিতে রূপপুর পাওয়ার প্লান্টের মেশিনারিজ নিয়ে সিয়েরা লিওন পতাকাবাহী জাহাজ এমভি হিস্টরি এডুয়াড ও ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রীড কোম্পানির মেশিনারিজ নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এমভি প্রোসপ্রাটি এই চার বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।
এছাড়াও বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় সাতটি, বেসক্রিক এলাকায় দু’টি, এলপিজি জেটিতে একটিসহ পোর্ট লিমিটের মধ্যে মোট ১৪টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এ সকল জাহাজে রয়েছে পাওয়ার গ্রীড অব কোম্পানি ও রূপপুর প্রজেক্টের মেশিনারিজ পণ্য, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং সিমেন্ট তৈরির কাঁচামাল।
উপ-পরিচালক মাকরুজ্জামান আরও জানান, ‘জাহাজ আগমন-বহির্গমন, আমদানি-রফতানি, কনটেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানিসহ সব দিকেই মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে। বিদেশি ব্যবসায়ীরা আগ্রহ নিয়ে বন্দর পরিদর্শন করছে। অবকাঠামো ও গুদাম সুবিধা বাড়ানো হয়েছে, ফলে পণ্য খালাস দ্রুত সম্ভব হচ্ছে।’
বিডি-প্রতিদিন/বাজিত