এক দেশে এক রাজা ছিল
তার ছিল এক নাতি,
রোজ সকালে রোস্ট হতো তার
মস্তো একটা হাতি।
এত্ত বড়ো বীর ছিল সে
বাঘের পিঠে পড়ে,
ঘোর জঙ্গলে ঘুরে ঘুরে
আনতো সিংহ ধরে।
সেই নাতিটা ম’লো শেষে
গরুর শিংয়ের গুঁতোয়,
কেউ এলো না কবর দিতে
সর্দি-জ্বরের ছুঁতোয়।
এক দেশে এক রাজা ছিল
তার ছিল এক নাতি,
রোজ সকালে রোস্ট হতো তার
মস্তো একটা হাতি।
এত্ত বড়ো বীর ছিল সে
বাঘের পিঠে পড়ে,
ঘোর জঙ্গলে ঘুরে ঘুরে
আনতো সিংহ ধরে।
সেই নাতিটা ম’লো শেষে
গরুর শিংয়ের গুঁতোয়,
কেউ এলো না কবর দিতে
সর্দি-জ্বরের ছুঁতোয়।