এই পরীক্ষাটি তোমাদের ‘ওয়াও’ বলার মতো একটি কাজ! যা তোমাদের শেখাবে কীভাবে শুধু সাধারণ ঘরোয়া জিনিস ব্যবহার করে ক্রিস্টাল সান ক্যাচার (ঝলমলে স্ফটিক) তৈরি করা যায়! এর জন্য তোমাদের যা যা লাগবে তা হলো- লবণ, একটি কাচের জার (পাত্র), এক টুকরো সুতো এবং সামান্য গরম পানি।
এ ক্ষেত্রে তোমরা তোমাদের নিজস্ব ‘ক্রিস্টাল সান ক্যাচার’ তৈরির মাধ্যমে স্ফটিক তৈরির প্রক্রিয়াটিও পর্যবেক্ষণ করতে পারবে।
ধাপসমূহ :
০১. এক কাপ লবণের সঙ্গে সমপরিমাণ (১:১ অনুপাতে) কুসুমগরম পানি মেশাও।
বিশেষ দ্রষ্টব্য : পানি প্রায় ৮০ ডিগ্রি সেলসিয়াস হতে হবে, ফুটন্ত গরম নয়।
০২. পাত্রের ঢাকনায় উপযুক্ত পরিমাণে দ্রবণ ঢালো এবং একে ভালোভাবে রোদ আসে এমন একটি জায়গা নির্বাচন করে রেখে দাও।
০৩. স্ফটিক তৈরি হতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতে পারে! সুন্দর ক্রিস্টাল তৈরির জন্য ধৈর্য ধারণ করা জরুরি!
যখন ক্রিস্টালগুলো সম্পূর্ণরূপে গঠিত হবে, তখন ঢাকনার মধ্যে ছোট ছিদ্র কর এবং একটি সুতার সাহায্যে ঝুলিয়ে দাও।
♦ বিষয় শ্রেণি : বিজ্ঞান (রসায়ন)
♦ মূল ধারণা : স্ফটিকীকরণ (Crystallisation)
♦ আনুমানিক সময় : ১-২ দিন
♦ বয়স : ৭-৮ বছর