বৃষ্টি পড়ে পাকা ছাদে
যায় না বোঝা ঘরে
জানালা দিয়ে যায় না ধরা
টাপুর-টুপুর পড়ে।
টাপুর-টুপুর বৃষ্টি পড়ে
আমার গ্রামের বাড়ি
টিনের চালের ঝমঝমাঝম
মনটা নেবে কাড়ি।
বৃষ্টিদিনও শহুরে লোক
বাথটাবে জল ভরে
আর আমরা গ্রামে ভিজি
চিল্লা-হল্লা করে।
বৃষ্টি পড়ে পাকা ছাদে
যায় না বোঝা ঘরে
জানালা দিয়ে যায় না ধরা
টাপুর-টুপুর পড়ে।
টাপুর-টুপুর বৃষ্টি পড়ে
আমার গ্রামের বাড়ি
টিনের চালের ঝমঝমাঝম
মনটা নেবে কাড়ি।
বৃষ্টিদিনও শহুরে লোক
বাথটাবে জল ভরে
আর আমরা গ্রামে ভিজি
চিল্লা-হল্লা করে।