শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) বিকেলে ভালুকা উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি পাইলট স্কুল মোড় থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাইলট স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট ওসমান গণি মল্লিক মাখন, আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছুদ্দিন আহমেদ, আহসান উল্লাহ খান রুবেল, যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, ফারুক হোসেন, সাইদুর রহমান যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মণ্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, মহিলা দলের সভাপতি শামীমা রশিদ সহ অন্যান্য সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন