আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এদিন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে হাক্কানি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এক্স-এ (সাবেক টুইটার) পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টে বলা হয়, “পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।”
বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলা, সীমান্তে অনুপ্রবেশ রোধ এবং নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নিয়ে বিশদ আলোচনা হয়। এছাড়াও পাক-আফগান সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা, মাদক চোরাচালান প্রতিরোধ এবং বৈধ উপায়ে সীমান্ত পারাপারের একটি সুসমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে মহসিন নকভি বলেন, “সন্ত্রাসী সংগঠনগুলো আমাদের অঞ্চলে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে—এই হুমকি মোকাবিলায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “পাকিস্তান দীর্ঘ সময় ধরে নিঃস্বার্থভাবে লাখ লাখ আফগান নাগরিককে আশ্রয় দিয়েছে। এখনো বৈধ পথে আফগান নাগরিকদের প্রবেশের সুযোগ খোলা রয়েছে।”
পাকিস্তানে অবৈধভাবে অবস্থানরত আফগান নাগরিকদের স্বদেশে ফেরত পাঠানো সম্পর্কেও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন আফগানিস্তানের সিনিয়র ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম সারদার, আফগানিস্তানবিষয়ক পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক, স্বরাষ্ট্রসচিব খুররম আগা এবং উভয় পক্ষের জ্যেষ্ঠ কূটনীতিকরা।
এর আগে রবিবার সকালে এক দিনের সফরে কাবুলে পৌঁছান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি—এ তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তান। দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফর।
এর আগে উভয় দেশ যৌথ সমন্বয় কমিটি (জেসিসি) পুনরায় চালু করেছে এবং কূটনীতিকদের মর্যাদা চার্জ দ্য অ্যাফেয়ার্স থেকে রাষ্ট্রদূতের পদমর্যাদায় উন্নীত করেছে। চলতি মাসের শুরুতেই অতিরিক্ত সচিব পর্যায়ের প্রথম দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়। সূত্র: ডন
বিডি প্রতিদিন/নাজিম