গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুরও চালান, এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
এসময় এক শ্রমিক অভিযোগ করে বলেন, ‘আমাদের বেতন পাওয়ার কথা মাসের ৭ তারিখে। কিন্তু সাধারণত ১০ তারিখ দেওয়া হয়, সেটাও মেনে নিই। কিন্তু এখনো জুন মাসের বেতন দেয়নি। বাড়ি ভাড়া, দোকানে বাকি—এসব কেউ শুনতে চায় না।’
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী বলেন, ‘সন্ধ্যা ছয়টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। পরিস্থিতি শান্ত রাখতে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’
বিডি প্রতিদিন/আশিক