বন্যার কারণে কুমিল্লা বোর্ডে স্থগিত হওয়া এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা আগামী ১২ অগাস্ট অনুষ্ঠিত হবে।
সেদিন সকাল ১০টায় পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে।
এসব বিষয়ের পরীক্ষা গত ১০ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বন্যার কারণে আগের দিন তা স্থগিত করা হয়।
রবিবার কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান শামছুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে স্থগিত পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন