বইছে হাওয়া ভীষণ জোরে
উড়ে গেল হাওয়ার তোড়ে
কোলা ব্যাঙের ছাতা।
কড়া মেজাজ ব্যাঙের মায়ের,
কম কী মেজাজ ব্যাঙের ছায়ের!
বোকলো দুইয়ে যা-তা।
মায়ের-ছায়ের বকা শুনে,
বললো হাওয়া টেলিফোনে-
ঠান্ডা করো মাথা!
নন্ডা করো মাথা!
আসবো নিয়ে একটু পরে,
আমি নিজের কাঁধে করে
সবুজ কলা পাতা।
হাতে পেয়ে কলা পাতা,
নিজের হাতে বানিয়ে ছাতা
ঢেকে নিও মাথা।