আরশ থেকে নেমে এলো
সন্ধ্যা রাতের পরে,
চাঁদ তারা সঙ্গে করে
এলো আমার ঘরে।
ত্রিশ রোজা পূর্ণ করে
সবার মাঝে হেঁসে,
মাগফিরাত বিলিয়ে দিয়ে
আপন ভালোবেসে।
ঈদের পাখি রহমতেরই
বোরাক চড়ে এলে,
নূরের নাজাত ছড়িয়ে দিয়ে
কেন চলে গেলে!
আরশ থেকে নেমে এলো
সন্ধ্যা রাতের পরে,
চাঁদ তারা সঙ্গে করে
এলো আমার ঘরে।
ত্রিশ রোজা পূর্ণ করে
সবার মাঝে হেঁসে,
মাগফিরাত বিলিয়ে দিয়ে
আপন ভালোবেসে।
ঈদের পাখি রহমতেরই
বোরাক চড়ে এলে,
নূরের নাজাত ছড়িয়ে দিয়ে
কেন চলে গেলে!