ঢাকার অদূরে দোহার উপজেলার শাহিন পুকুর এলাকায় জমি-জমির বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত রাফি করিম খান (৩০) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার বিকালে নিউমার্কেট থানাধীন কাঁটাবন এলাকার হোম কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, সোমবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ তাকে ছুরিকাঘাত করে আহত করে।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) কমল জানান, “সংবাদ পেয়ে রাত ১২টার দিকে হোম কেয়ার হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, দোহারের শাহিন পুকুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রাফিকে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে ও পরে হোম কেয়ার হাসপাতালে নেওয়া হয়।”
“এ ঘটনায় দোহার থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা শুধুমাত্র ময়নাতদন্তের ব্যবস্থা করছি,”—যোগ করেন এসআই কমল।
বিডি প্রতিদিন/আশিক