লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্থানীয় করইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন—ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক (৩৮) এবং ব্যবসায়ী ওসমান গণি (৫০)। তারা উভয়েই অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় রিজভি ও আকাশ নামে আরও দুইজন আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক