বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম বলেছেন, অপসাংবাদিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতা কী সেটা বুঝতে হবে। সাংবাদিকদের কাজ হচ্ছে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করা। অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অ্যাকাডেমিক ডিগ্রি দিয়ে সাংবাদিকতা হয় না, এ জন্য সাংবাদিকতায় দক্ষতা অর্জন করতে হবে। শুধু অনার্স-মাস্টার্স করলেই হবে না, সাংবাদিকতায় শিক্ষাগ্রহণ করতে হবে। এ জন্য সাংবাদিকতায় একটা নীতিমালা তৈরি করার প্রক্রিয়া চলমান আছে। সাংবাদিকের মধ্যে সততা থাকতে হবে। এসব থেকে বিচ্যুত হলে হলুদ সাংবাদিকতায় পরিণত হয়ে যেতে হয়।
গতকাল সকালে বাগেরহাট সার্কিট হাউসে প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসনের আহম্মেদ কামরুল হাসানের সভাপতিত্বে অন্যদের বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব আবদুস সবুর, পুলিশ সুপার তৌহিদুল আরিফ, জেলা তথ্য অফিসার মইনুল হোসেন। কর্মশালা শেষে বাগেরহাট জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ সাংবাদিকের মাঝে প্রেস কাউন্সিলের সনদ প্রদান করা হয়।