বাগেরহাটে মাল্টি এক্টর প্ল্যাটফর্ম (ম্যাপ) সদস্যদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন ও বীমা কাঠামো বিষয়ক সমন্বিত অংশীদারিত্বমূলক অভিজ্ঞতা বিনিময় সভা হয়েছে।
জার্মান দাতা সংস্থা বিএমজেড-এর আর্থিক সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা অ্যাওসেড-এর বাস্তবায়নে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম. রফিকুল ইসলাম।
বাগেরহাট জেলা ম্যাপ-এর যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, বাবুল সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, সাংবাদিক আজাদুল হক, ইসরাত জাহান, মামুন আহমেদ, নকীব সিরাজুল হক, মেহেরুন নেছা, নারগিস আক্তার লুনাসহ অনেকে।
বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা বিশেষ করে বাগেরহাটের শরনখোলা ও সাতক্ষীরার তালা উপজেলায় জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বাড়ছে। এ অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা এবং বীমা কাঠামোর আওতায় আনা অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে মানবিক সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে।
বিডি প্রতিদিন/নাজিম