আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে রাজধানীর ধানমন্ডি থানায় সংবাদ আসে-ধানমন্ডি ৪ নম্বর সড়কের একটি বাড়িতে কতিপয় ব্যক্তি গেট ভেঙে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছেন। এরপর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে ১৫-২০ জন লোক অবস্থান করছিলেন এবং তারা বাড়িটিতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। তবে তারা উত্তেজিত ও মারমুখী আচরণ করেন। এদিকে ওই ঘটনায় পুলিশের হেফাজতে থাকা তিনজনকে নিজ জিম্মায় ছাড়িয়ে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। বিশৃঙ্খলায় জড়িত ব্যক্তিদের থানা থেকে ছাড়িয়ে নিতে আসার বিষয়ে হান্নান মাসউদকে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলেন, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। সেই ভুল বোঝাবুঝিটা নিরসন করতে এসেছি।
বাইরের বিভিন্ন গোষ্ঠী এটার সঙ্গে জড়িত আছে, আমরা যেটা দেখছি। মানে, আমাদের মানুষগুলোকে ব্যবহার করার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায়।’
তিনজনকে ছাড়িয়ে নেওয়ার প্রক্রিয়া শেষে এক প্রশ্নের জবাবে এনসিপির এই নেতা বলেন, ‘এরা আসলে ব্যবহৃত হইছে। এদের যারা ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে।’