ময়ূর পাখি মিষ্টি আঁখি
পেখম তুলে নাচে,
বাহারি রঙের রংধনু তে
ডানা মেলে আছো।
রঙে রঙে রাঙিয়ে দিয়ে
গান ধরেছ সুরে,
তালে তালে শব্দ তুলে
আলো ছড়াও দূরে।
তুমি আমার বন্ধু হবে
রাত বারোটা বাজে?
তোমার পালক দিবে আমায়
রাখবো বইয়ের মাঝে।
ময়ূর পাখি ময়ূর পাখি
তোমায় ভালোবাসি,
নেচে-গেয়ে দেখাও তুমি
তাইতো ছুটে আসি।