বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “তারেক রহমান রাষ্ট্রের যে পরিবর্তনের স্বপ্ন দেখছেন, সেটি শুধু তার নয়, বরং এটি দেশের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা।” তিনি বলেন, “রাষ্ট্রের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা হালুয়াঘাটেরও পরিবর্তন চাই।”
রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে ইমেক্স হোটেলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, “অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও হালুয়াঘাট কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। দল-মত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই অবহেলিত হালুয়াঘাটকে আলোকিত হালুয়াঘাটে রূপান্তর করতে চাই।”
তিনি আরও বলেন, “এজন্য শুধু উন্নয়ন পরিকল্পনা নয়, প্রয়োজন নির্বাচিত প্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক কর্মী ও জনগণের মানসিকতার পরিবর্তনও। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা হালুয়াঘাটসহ গোটা দেশের কাঙ্ক্ষিত রূপান্তর ঘটাতে চাই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, হালুয়াঘাট আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু সরকার, গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের সাবেক সাধারণ সম্পাদক মনোজ চিশিম, মাকসূদা পারভীন, কমল ভদ্র, কফিল উদ্দিন মাহমুদ, আবুল মনসুর ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা