কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে কৃষক, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ হবে। দেশে আর কেউ না খেয়ে থাকবে না, আর কোনো স্বৈরাচার জন্ম নেবে না এবং দেশের টাকা পাচারও হবে না।
শনিবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এসময় তিনি দাবি করেন, সবচেয়ে বেশি লাভবান হবেন কৃষক ও খেটে খাওয়া মানুষ। প্রতিটি কৃষক পরিবারকে ডিজিটাল কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে ন্যায্য মূল্যে সার, কিটনাশক, বীজসহ কৃষি উপকরণ কিনতে পারবেন। সেই সঙ্গে কৃষকদের উৎপাদিত পণ্য সরকার সরাসরি ন্যায্যমূল্যে কিনে নেবে।
এস এ জিন্নাহ কবীর বলেন, “ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার প্রতিটি ইউনিয়নে আমরা বিপ্লবী নেতা তারেক রহমানের ৩১ দফার সুফল পৌঁছে দিচ্ছি। বিএনপি সরকার গঠনের দায়িত্ব পেলে এ এলাকায় স্থায়ীভাবে নদী ভাঙন রোধ করা হবে। প্রতিবছর নদী ভাঙনে আর কেউ বাড়িঘর হারিয়ে নিঃস্ব হবেন না।”
এসময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক সদস্য লোকমান হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আসিফ ইকবাল রনি এবং জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/আশিক