ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪-এর বাছাইকৃত টিমের সদস্যদের নিয়ে ফিউচার সায়েন্টিস্ট মিটআপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. রিফাত আব্দুল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “ছাত্রশিবির তোমাদের মতো ভবিষ্যৎ বিজ্ঞানীদের নিয়ে স্বপ্ন দেখে। তোমাদের পথচলায় আমরা গাইডলাইন, মোটিভেশন, ট্রেইনিং, বিভিন্ন ক্যাম্প আয়োজন, বিশ্বমানের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া এবং বিভিন্ন প্রজেক্টে সহযোগিতা করব।”
ছাত্রশিবির সভাপতি বলেন, “একজন শিক্ষার্থীর জন্য মেধার সঙ্গে নৈতিকতার সমন্বয় অত্যন্ত জরুরি। শুধু মেধা দিয়ে যেমন পূর্ণতা আসে না, তেমনি শুধু নৈতিকতা দিয়েও পূর্ণতা সম্ভব নয়। আগামীর কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধা ও নৈতিকতার সুন্দর সমন্বয় অপরিহার্য।”
তিনি আশ্বাস দিয়ে বলেন, “ছাত্রশিবির সর্বদা তোমাদের এ যাত্রায় পাশে থাকবে এবং সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে প্রজেক্ট প্রেজেন্টেশনে শিক্ষার্থীরা তাদের তৈরি করা প্রজেক্ট উপস্থাপন করেন। এতে তারা প্রজেক্টের উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কীভাবে এসব প্রজেক্ট দেশের উপকারে আসতে পারে তা তুলে ধরেন। পরবর্তীতে প্যানেল ডিসকাশনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং প্রজেক্ট সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এবং দেশের খ্যাতিমান শিক্ষক ও গবেষকবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত