জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন করে ‘মাছে-ভাতে বাঙালি’র স্বপ্ন দেখেছিলেন। অন্যদিকে বেগম খালেদা জিয়া প্রতিটি বাড়িতে বনজ, ফলজ ও ওষুধি এই তিন ধরনের গাছ লাগানোর কথা বলেছিলেন। এই দুই নেতার স্বপ্নকে বাস্তব রূপ দিতেই তারেক রহমান যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের জন্য একটি নতুন স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন হলো দালান আর ইটের জঙ্গল নয়, বরং ‘মাছে-ভাতে বাঙালি’র ঐতিহ্য ফিরিয়ে আনা। এই লক্ষ্যে তিনি দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান এবং মাছের পোনা অবমুক্ত করার এক নতুন কর্মসূচি শুরু করেছেন।
রবিবার সবুজবাগ পুকুর মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষায় সবচেয়ে কার্যকরী হলো গাছ। একটি গাছ লাগানো মানে একটি অক্সিজেনের ফ্যাক্টরি তৈরি করা। গাছ শুধু ছায়া বা ফল দেয় না, বরং বিভিন্ন রোগের ওষুধ হিসেবেও কাজ করে।
তিনি অর্জুন ও নিম গাছের উপকারের কথা উল্লেখ করে বলেন, যদি তারেক রহমান জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন, তবে সারাদেশের নদী-নালা, খাল-বিল পরিষ্কার হবে এবং গাছপালা লাগিয়ে একটি সুস্থ পরিবেশ তৈরি হবে।
তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার ঢাকা শহরকে দালান ও ইটের জঙ্গলে পরিণত করেছে। দেশের রাস্তাঘাটের বেহাল দশা।
তিনি আরও বলেন, আমাদের অবশ্যই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। দেশের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য আমাদের একটি সুযোগ দেওয়া উচিত।
সবুজবাগ থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল রহিমের সভাপতিত্বে এবং সবুজবাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইয়াহইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন