উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় রাজনৈতিক দলসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘উত্তরায় বিমান বিধ্বস্ত একটি হৃদয়বিদারক ঘটনা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেটিই প্রত্যাশা। রাজনৈতিক দলসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।’
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এরই মধ্যে এক পাইলটসহ ৫ জনকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
এছাড়া দুর্ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২২ জনকে নেওয়া হয়েছে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বেশির ভাগই শিক্ষার্থী বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ