চট্টগ্রামের বাঁশখালীতে বরফকলে অ্যামোনিয়া গ্যাস লিকেজের পর অজ্ঞান হয়ে মো. আবুল বশর (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাজার এলাকার একটি বরফকলে এই দুর্ঘটনা ঘটে। নিহত বশর ওই কলে শ্রমিকের কাজ করতেন। তিনি বাঁশখালীর সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকার বাসিন্দা ছিলেন।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, বরফকলে অ্যামোনিয়া গ্যাস লিকেজ হলে ওই শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়ছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন। অনুমতি পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল