নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মো. শামীম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১জুলাই) সকালে জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক মো. শামীম আড়াইহাজার উপজেলার ইলমদী গ্রামের মৃত সুবেদ আলীর ছেলে। এর আগে গত শনিবার দিবাগত রাতে প্রবাসীর ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণ'র চেষ্টা চালায় ওই যুবক। প্রবাসীর স্ত্রী ধর্ষণে বাধা দিলে তাকে কলম দিয়ে খুটিয়ে আঘাত করে হত্যা চেষ্টা করে। এ ঘটনায় রবিবার দুপুরে সোনারগাঁ থানায় ভুক্তভোগী বাদি হয়ে মামলা দায়ের করেন।
সোনারগাঁ থানায় দায়ের করা এজাহার থেকে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীকে আড়াইহাজার উপজেলার ইলমদী গ্রামের মৃত সুবেদ আলীর ছেলে মো. শামীম ও অজ্ঞাতনামা এক সহযোগীকে নিয়ে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে জানালা দিয়ে প্রবেশ করে। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এতে বাধা দেওয়ায় তার শরীরের বিভিন্ন স্থানে কলম দিয়ে খুচিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে বাড়ির লোকজন ও এলাকাবাসী এগিয়ে এলে দরজা খুলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে আহতবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে রবিবার দুপুরে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে প্রধান আসামি মো. শামীমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত শামীমকে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়।
ভুক্তভোগীর শশুর জাইদুল হক জানান, ৪ মাস আগে শামীম তাদের বাড়িতে ভাড়া থাকতো। সে একজন মাদকাসক্ত। শনিবার মধ্য রাতে আমাদের ঘরে ঢুকে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় তার শরীরের বিভিন্ন স্থানে কলম দিয়ে আঘাত করে জখম করে। বর্তমানে ভুক্তভোগী সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তিনি এ ঘটনার সঠিক বিচার দাবি করেন। ভুক্তভোগীর দেবর সজিব মিয়া জানান, অভিযুক্ত শামীমকে গ্রেপ্তারের পর তাদের পরিবারকে হুমকি দিয়ে আসছে। তাদের পরিবার নিরাপত্তাহীনতায় আছে বলেও জানান তিনি।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল