সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।
সোমবার দুপুরে শহরের বাইপাস মোড়ে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু জীবন বসাক প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সারা বাংলাদেশে যারা পরিকল্পিতভাবে ৭১ সালে স্বাধীনতার বিরুদ্বে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রকারীরা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। স্বৈরাচার পতনের যোদ্ধাদের সাথে শরীক হয়ে বাংলাদেশকে একটা অশান্ত বাংলাদেশ ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের দায় বিএনপির কাধে দিতে চাচ্ছে এবং গত ১৭ বছর যিনি সারা জাতির মুক্তির সংগ্রামে, স্বৈরাচার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সেই তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানান।
এ সময় তারা আরও বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বেধে দেওয়া সময়ের মধ্যেই নির্বাচন দেখতে চাই। যদি সেই সময়ের মধ্যে নির্বাচন না হয়, তাহলে আবার তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন করতে বাধ্য হবো।
বিডি প্রতিদিন/এমআই