গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন মহিলা দলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা মহিলা দলের সভাপতি সুলতানা খন্দকার মনি ও সাধারণ সম্পাদক মাধবী সরকার দলীয় প্যাডে স্বাক্ষরিত এক পত্রে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
নির্বাচিত কমিটির সভাপতি সাবিনা বেগম, সিনিয়র সহ-সভাপতি সন্ধ্যা রাণী, সহ-সভাপতি মর্জিনা বেগম, সহ-সভাপতি মারুফা বেগম, সাধারণ সম্পাদক শাপলা বেগম, সহ-সাধারণ সম্পাদক লাভলী বেগম ও সেলিনা বেগম, সাংগঠনিক সম্পাদক মিনতী বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক ছাবিনা বেগম, দপ্তর সম্পাদক পরুল বেগম, সহ-দপ্তর সম্পাদক সুন্দরী বেগম, প্রচার সম্পাদক সুমি আকতার, সহ-প্রচার সম্পাদক রিক্তা বেগম, ক্রীড়া সম্পাদক গোলেজা বেগম, সহ-ক্রীড়া সম্পাদক আমিরন বেগম, গ্রাম বিষয়ক সম্পাদক রুজিনা বেগম, সহ-গ্রাম বিষয়ক সম্পাদক শহিদা বেগম, ধর্মীয় বিষয়ক সম্পাদক খালেদা বেগম ও সহ-ধর্মীয় সম্পাদক চামেলী বেগম।
কার্যকরী সদস্যরা হলেন-টুলি বেগম, রোসনা বেগম, লাভলী বেগম, স্বপ্না বেগম, চম্পা বেগম, মিথু আকতার, লাভলী আক্তার, কান্তামনি, আছিয়া বেগম, সাথী আকতার, আফরুজা বেগম ও আশা বেগম।
বিডি প্রতিদিন/এমআই