ঢাকায় সংঘটিত তীব্র ভূমিকম্পের পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) আগামীকাল ২৪ নভেম্বর, সোমবার থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের আগামীকাল বিকেল ৫টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র–পরামর্শক ড. মো. আশাবুল হক মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। সম্ভাব্য ঝুঁকি এড়াতেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসের প্রতিটি ভবন পর্যালোচনার পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। ৬ ডিসেম্বর পর্যন্ত সব আবাসিক হল, ডাইনিং–ক্যান্টিন এবং একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ক্যাম্পাসের সব ভবন, ল্যাব ও আবাসিক স্থাপনার নিরাপত্তা মূল্যায়নে অধ্যাপক ড. এ. কে. এম. রুহুল আমিনকে প্রধান করে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। এই কমিটিকে সম্ভাব্য ঝুঁকি ও ক্ষয়ক্ষতি শনাক্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির প্রধান ড. এ. কে. এম. রুহুল আমিন বলেন, আমরা আজ ক্যাম্পাস ঘুরে প্রতিবেদন তৈরি করেছি, আশা করি কালকের মধ্যে জমা দিতে পারব। আমরা বিশেষজ্ঞ নই, তবে যে ভবনগুলোতে সমস্যা বেশি, সেগুলো বিশেষজ্ঞ দল দিয়ে পুনরায় যাচাই করা হবে। শেরেবাংলা হলের দুটি কক্ষে সমস্যা বেশি রয়েছে, শিক্ষার্থীদের সেখান থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন