রংপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সমাবেশ হয়েছে। বুধবার সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সংগঠক মোশাররফহোসেন, শহিদুল ইসলাম, সিয়াম হোসাইন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ১৫ বছর ধরে স্বাস্থ্যখাতে টেকনোলজিস্ট পদে নিয়োগ নেই। সরকার ডিপ্লোমা নার্স, কৃষিবিদ, ইঞ্জিনিয়ারদের ১১ তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করলেও ডিপ্লোমা টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা চরম অবহেলার শিকার হয়েছে। দীর্ঘ ৩০ বছর ধরে একই পদে চাকরি করে আসছে তারা। অবিলম্বে দাবি আদায় না হলে আগামী সপ্তাহ থেকে কর্মবিরতিতে যাওয়ার হুশিয়ারি দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কর্মসূচিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও শিক্ষার্থীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম