গাইবান্ধায় শরিফ রহমান শুভ (২৯) নামের এক যুবককে শ্বাসরোধে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগে সৎমা শেফা বেগমকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। শেফা বেগম গাইবান্ধার সাঘাটা উপজেলার পূর্ব অনন্তপুরের মৃত আমির উদ্দিন মুন্সীর মেয়ে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় যৌথ অভিযান পরিচালনা করে পাবনা সদর উপজেলার দিলালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা সদর উপজেলার নশরতপুর এলাকার জবিউর রহমানের দ্বিতীয় স্ত্রী (সাবেক) গ্রেফতার শেফা বেগম নিহত শুভর সৎমা ছিলেন। দীর্ঘদিন আগে শেফা বেগমকে তালাক দেন জবিউর রহমান। সেই ক্ষোভে শেফা বেগম শুভর ক্ষতি করার চেষ্টা করে আসছিলেন। এরই প্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টা থেকে পরদিন ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে যেকোনো সময় শেফা বেগম ও তার সহযোগী আসামিরা শুভকে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায় এবং শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য শুভকে গাছের ডালের সঙ্গে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। পরে নিহত শুভর বাবা জবিউর রহমান বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাটির গুরুত্ব বিবেচনায় আসামিদেরকে গ্রেফতারে র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-১৩ সিপিসি-৩, গাইবান্ধা ও র্যাব-১২ সিপিসি-২, পাবনা ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় পাবনা সদর উপজেলার দিলালপুর এলাকা থেকে শুভ হত্যা মামলার প্রধান আসামি শেফা বেগমকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছেন এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/কেএইচটি