বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় রাস্তার পাশের একটি বাথরুম থেকে একদিন বয়সী একটি নবজাতক ছেলে উদ্ধার করেছেন এক গ্রামবাসী।
সোমবার ভোরে সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নবজাতককে উদ্ধারকারী মতিন হাওলাদার জানান, ফজরের নামাজের জন্য অজু সেরে ফেরার পথে কান্নার শব্দ শুনে তিনি ঘটনাটি দেখতে যান। সঙ্গে স্ত্রী ও প্রতিবেশীদের নিয়ে শিশুটিকে উদ্ধার করেন। তিনি বলেন, “নাভি কাটা হয়নি, শিশুটি দুর্বল হয়ে পড়েছিল। দ্রুত হাসপাতালে নিয়ে যাই।”
মতিন হাওলাদার আরও জানান, তার বড় ছেলের জন্য শিশুটিকে দত্তক নেওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।
মেহেন্দিগঞ্জ থানার ওসি ফকরুল ইসলাম বলেন, সকালে নামাজে যাওয়ার সময় সাদেকপুর গ্রামের বাসিন্দা মতিন হাওলাদার একটি বাথরুমের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে তিনি ভেতরে গিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা এসে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওসি আরও বলেন, শিশুটি সুস্থ আছে। সমাজসেবার তত্ত্বাবধানে আপাতত মতিন হাওলাদারের জিম্মায় রাখা হয়েছে। নবজাতকের অভিভাবকদের সন্ধান করার চেষ্টা চলছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ আহমেদ বলেন, “ধারণা করছি, শিশুটি রবিবার রাতে জন্ম হয়েছে। পরে তাকে ফেলে রেখে যাওয়া হয়। আমরা শিশুটিকে নিরাপদে রাখতে কাজ করছি। আগামীকাল (মঙ্গলবার) উপজেলা শিশু–কল্যাণ বোর্ডের সভা বসবে। সেখানে শিশুটিকে পরবর্তী কোথায় রাখা হবে—সেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
বিড-প্রতিদিন/সুজন