মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বগুড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বগুড়া শহরের সাতমাথায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন জুলাই যোদ্ধারা।
রায় ঘোষণার পরপরই জুলাই যোদ্ধারা আনন্দ প্রকাশ করেন। পরে একটি আনন্দ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এনসিপি নেতা ডা. আব্দুল্লাহ আল সানীসহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।
এসময় বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশের নেতৃত্বে আলাদা আরেকটি আনন্দ মিছিল বের হয়। এই মিছিলটিও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শত শত নেতাকর্মী এতে অংশ নেয়।
এদিকে, একই সময় কে বা কারা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে আগুন দেয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল