জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে নোয়াখালীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর মাইজদী বাজার এলাকায় কৃষক দলের নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন।
এসময় জেলা কৃষক দলের সভাপতি ভিপি ফজলে এলাহি পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম কালা ও কৃষক দল নেতা আলা উদ্দিন ও অ্যাডভোকেট রাশেদসহ বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মাইজদীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই সময় জেলা আইনজীবী ফোরামের সভাপতি আবদুল হক ও সাধারণ সম্পাদক রবিউল হাসান পলাশসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আনন্দ মিছিল শেষে বক্তারা বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশের ছাত্র-জনতা ও নিরীহ মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা করেছে। হাজার হাজার মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। বিগত ১৬ থেকে ১৭ বছর ধরে ব্যাপক নির্যাতন ও মানুষ খুন করেছেন যার কারণে আজ তার কর্মের ফসল ভোগ করতে হচ্ছে। তারা অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবি জানান।
বিডি প্রতিদিন/কামাল