চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে মুন্সীগঞ্জে মহসড়কে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
সোমবার সকাল থেকে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্ট অবস্থান করেন তারা।
মানবতাবিরোধী অপরাধের ঘটনায় স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, পতিত আওয়ামী লীগ ঘোষিত শাটডাউনের কোনো প্রভাব পড়েনি মুন্সীগঞ্জে। ঢাকা- চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কসহ জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে স্বাভাবিক দিনের মতোই চলেছে যানবাহন। নাশকতা ঠেকাতে জেলাজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিডি প্রতিদিন/এমআই