নেত্রকোনায় তৃণমূলের নারীদের নিয়ে গণতন্ত্র শক্তিশালীকরণ বিষয়ক কার্যক্রম কমিটি পুনঃগঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। "নারীরাই ক্ষুধা মুক্তির মুল চাবিকাঠি" এই প্রতিপাদ্যে সোমবার দিনব্যাপী শহরের মোক্তারপাড়া লেডিস ক্লাব মিলনায়তনে দি হাংগার প্রজেক্টের সহযোগিতায় বিকশিত নারী নেটওয়ার্ক এই সভার আয়োজন করেছে।
বিকশিত নারী নেটওয়ার্ক এর সহ-সভাপতি শামসুন্নাহারের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন উপজেলার তৃণমূল পর্যায়ের সামাজিক সংগঠনের সাথে জড়িত প্রায় অর্ধশত নারী নেত্রী অংশ নিয়েছেন। যারা সমাজের দলিত নারীদের কন্ঠস্বর হয়ে কাজ করেন।
সমাজে গণতন্ত্র শক্তিশালী করনে নারীদের শক্তিশালী ভূমিকার উপায় নিয়ে আলোচনা করেন হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, জেলা সুজনের সম্পাদক ও জাতীয় নারী শিশু এডভোকেসি ফোরামের সম্পাদক আলপনা বেগম, দি হাংগার প্রজেক্টের ময়মনসিংহের আঞ্চলিক ফিল্ড ফ্যাসিলেটর এ,এন,এম নাজমুল হোসাইন। আরও বক্তব্য রাখেন, নারী নেত্র কারুপন্যের পরিচালক কামরুন্নাহার লিপি, বিকশিত নারী নেটওয়ার্ক আটপাড়া উপজেলা কমিটির সহ সভাপতি মাহমুদা আক্তার সহ অন্যরা।
বিডি প্রতিদিন/এএম