বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকার মান্তা সম্প্রদায়ের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরণ করা হয়েছে। বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার এ ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, মানতা সম্প্রদায় আমাদের সমাজেরই অংশ। তাদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। কেউ যেন খাদ্য ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মানতা সম্প্রদায়ের প্রবীণ সদস্যদের জন্য নিয়মিত ভাতার ব্যবস্থা ও তাদের স্কুলপড়ুয়া ছেলে-মেয়েদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে জেলা সমাজসেবা কার্যালয়। পাশাপাশি তাদের জন্য নির্দিষ্ট কবরস্থানের জায়গা বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন জেলা প্রশাসক। টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সিংয়েরকাঠী আশ্রয় কিল্লা এলাকায় মানবিক সহায়তা হিসেবে দেয়া ত্রান বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ কে এম আক্তারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান নাদিরা রহমান প্রমুখ। সহ মানতা সম্প্রদায়ের সদস্য উপস্থিত ছিলেন। পরে ১১০ টি মান্তা পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, হলুদ, মরিচ, জিরা ও মশলা দেয়া হয়।
বিডি প্রতিদিন/এএম