পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় জেলা স্টেডিয়াম থেকে একটি আনন্দ মিছিল বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা যুবদলের যুগ্ম আহবায় রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজির রশিদ বাপ্পি প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম