বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, নির্বাচনের জন্য আরও ভালো পরিবেশ প্রয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের প্রধান দুটি দাবি ছিল, তা হলো- গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার। সেই প্রতিষ্ঠানগুলো পুরোপুরি সংস্কার হয়েছে বলে আমার মনে হয় না, তবে আশা করি সংস্কার কার্যক্রম চলবে।
সোমবার দুপুরে রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ডিপার্টমেন্ট প্লেসধারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি চাওয়া উচিত কি না এমন প্রশ্নের জবাবে শিবির সভাপতি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখায়, ক্ষমতায় যেই এসেছে তারা ফ্যাসিবাদী হয়ে উঠেছে বা সর্বোচ্চ ফ্যাসিস্ট হিসেবে পরিচিত হয়েছে। তাই আমার মনে হয়, জুলাই সনদের আইনি ভিত্তি থাকা উচিত।
জাহিদুল ইসলাম বলেন, ১৯৭১ সালে মানুষ জীবন দিয়েছে, আশা ছিল মুক্তি ও সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু ক্ষমতায় যারা এসেছে তারা স্বৈরাচারী হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আর কেউ স্বৈরাচারী হবে না।
আগামী নির্বাচনে ছাত্রশিবির প্রশাসনকে সহযোগিতা করবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসন যদি আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে সহযোগিতা চায়, আমরা অবশ্যই আমাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা করব।
তিনি আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্রশিবির সর্বোচ্চভাবে আওয়াজ তুলেছে। সাধারণ শিক্ষার্থীরাও চাইছিলেন সুষ্ঠু রাজনীতি চর্চা হোক। সেই দাবিতে আমরা চারটি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন পর্যবেক্ষণ করেছি। জগন্নাথ, বেগম রোকেয়া, হাজী দানেশ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসন প্রাথমিকভাবে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। আশা করি প্রশাসন দ্রুত নির্বাচনের তারিখ ও ইস্তেহার ঘোষণা করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারমাইকেল ছাত্র শিবিরের সভাপতি আবু সুফিয়ান। বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবার রহমান বেলাল, রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাইনুল