ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ সরকার প্রতিষ্ঠার সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। তিনি বলেন, ভেনেজুয়েলার সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ সরকার প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করবে। গতকাল শুক্রবার তিনি এ হুঁশিয়ারি দেন। খবর এএফপির।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেন, ‘আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করুন, সশস্ত্র বাহিনী এখানে এমন কোনো সরকার প্রতিষ্ঠা হতে দেবে না, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের অধীন হবে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘আর কখনও দাসত্ব মেনে নেব না। আমরা একটি স্বাধীন দেশ।’ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক মোতায়েনের মধ্যে ওয়াশিংটন মাদক বিরোধী অভিযানের কথা বলছে। তবে কারাকাস সন্দেহ করছে যে এটি একটি অভ্যুত্থানের প্রস্তুতি।
পেন্টাগন শুক্রবার জানিয়েছে, তারা লাতিন আমেরিকায় মাদক পাচার দমনে একটি বিমানবাহী রণতরী যুদ্ধগোষ্ঠী মোতায়েন করছে। তবে এ অঞ্চলে মার্কিন সামরিক শক্তির এ বিপুল বৃদ্ধি মাদুরোর সরকারের প্রতি সম্ভাব্য হুমকির আশঙ্কা বাড়িয়েছে। পাদ্রিনো বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। গত ১০০ বছরের মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক হুমকি।’
বিডি-প্রতিদিন/শআ