বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ নেতা আলী আকতার জাহাঙ্গীর হোসেন তুহিনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তুহিন রংপুর মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নগরীর কেরানীপাড়ার বাসিন্দা।
রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, জাহাঙ্গীর হোসেন তুহিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও হত্যা চেষ্টার অভিযোগে কোতয়ালী থানার দুইটি মামলা ও তাজহাট থানার একটি মামলার আসামি। তিনি রংপুর জজকোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক