বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনারী কেয়ার ইউনিট (সিসিইউ) আধুনিকায়ন শেষে উদ্বোধন করা হয়েছে। সোমবার উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। এতে খুশি রোগী ও স্বজনরা।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, ৩৩ বছর পূর্বে করা সিসিইউতে ১২টি শয্যা রয়েছে। কিন্তু সব সময় রোগী ভর্তি থাকে ধারন ক্ষমতার চার থেকে ৫ গুণ। শয্যা সংকটের কারণে মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হয় রোগীরা। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র অচল থাকায় রোগীদের ভোগান্তি কয়েক গুন বেশি ছিলো। এখন নতুন করে আধুনিক মানের ২৪ টি বেড রাখা হয়েছে। প্রতিটি বেডের সাথে কার্ডিয়াক মনিটর, অক্সিজেন, সেন্ট্রাল এসি, ৪টি নতুন টয়লেট নির্মাণ, দেয়ালের পলেস্তারা ঠিক করা সহ বিভিন্ন আসবাবপত্র পরিবর্তন করা হয়েছে। সুচিকিৎসা নিশ্চিত করতে এখানে সকল সুযোগ সুবিধা রাখা হয়েছে।
সিসিইউ বিভাগ আধুনিকায়নের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. একেএম নজমূল আহসান, সিসিইউ বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. অসিম বিশ্বাস ও হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মাদ মাহামুদ হাসান, কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. এ বি এম ইমাম হোসেন (জুয়েল) প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম