খাগড়াছড়িতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে জেলায় ‘ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি স্ট্যাটিসটিক্সস এন্ড ডাটা ফর এভরিওয়ান’ এ প্রতিপাদ্য নিয়ে জেলা পরিসংখ্যান কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা: অর্নব চাকমা জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো: রিয়াসাদ উদ্দীন, বিসিকের উপ-ব্যবস্থাপক মো: আলী আল রাজী প্রমুখ। সভায় বক্তারা পরিসংখ্যান এর গুরুত্ব, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিডি প্রতিদিন/এএম