রংপুর জেলা বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার আনিছুর রহমান লাকুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা ও মহানগর ঠিকাদার সমিতির উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ঠিকাদার মঞ্জুর আহমেদ আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ, বিএনপি নেতা ফজলুর রহমান বাদল, সেলিম চৌধুরী, ঠিকাদার রফিকুল ইসলাম মিঠু, লিটন পারভেজ, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী তানবীর হোসেন আশরাফী, ঠিকাদার ও জাতীয় পার্টি নেতা লোকমান হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনসহ অন্যান্য ঠিকাদাররা।
বক্তারা বলেন, আনিছুর রহমান লাকু ছিলেন রংপুর জেলা বিএনপির প্রাণ। তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। মিথ্যা মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সদা হাস্যোজ্জ্বল আনিছুর রহমান লাকু সকল প্রতিকূলতাকে জয় করে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন। তিনি রংপুরের আটটি উপজেলা ও ইউনিয়নে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করেছেন।
বক্তারা আরও বলেন, জেলা বিএনপির শীর্ষ পদে থেকেও তিনি কখনো কোনো অন্যায় কাজে লিপ্ত ছিলেন না। তিনি ঠিকাদারদের সংগঠিত করেছেন এবং করোনাকালে ক্ষতিগ্রস্ত ঠিকাদারদের পাশে দাঁড়িয়েছেন। সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ঠিকাদারদের স্বার্থ রক্ষায় সবসময় সোচ্চার ছিলেন।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে আনিসুর রহমান লাকু মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
বিডি-প্রতিদিন/মাইনুল