ঢাকা কলেজের শিক্ষকদের ওপর হামলা ও শিক্ষক লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় সারাদেশের ন্যায় খাগড়াছড়িতে কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) জেলা সরকারি মহিলা কলেজের সামনে অবস্থান নিয়ে কালো ব্যাজ পরে কর্মসূচি পালন করে তারা।
এসময় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, শিক্ষক পরিষদ সম্পাদক আব্দুস সালাম, রসায়ন বিভাগের শিক্ষক আবু ছৈয়দ মোহাম্মদ মুজিব, ইসলামের ইতিহাস শিক্ষক মঈন উদ্দিনসহ অনেকে বক্তব্য রাখেন। কর্মসূচিতে বক্তারা শিক্ষক সমাজের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি হামলার সাথে জড়িতদের বিচারের দাবি জানান।
এর আগে গতকাল সোমবার সকালে ঢাকা কলেজ প্রাঙ্গনে ‘ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটি আইন ২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজে শিক্ষার্থীদের পদযাত্রার সময় শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে এক শিক্ষার্থীকে কমনরুমে আটক রাখেন শিক্ষকরা।
পরে তার সহপাঠিরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে ছাড়িয়ে আনেন। এ ঘটনায় রাতে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে সংবাদ এক বিজ্ঞপ্তিতে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ এনে বিচার চেয়ে সারাদেশে কর্মবিরতির ডাক দেয়।
বিডি প্রতিদিন/কামাল