ইরানের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা নাসের তাঘভাই মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রভাবশালী নির্মাতা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্ত্রী ও অভিনেত্রী মারজিয়া ভাফামে।
এক আবেগঘন ইনস্টাগ্রাম বার্তায় ভাফামে লিখেছেন, 'নাসের তাঘভাই, এমন একজন শিল্পী যিনি স্বাধীনভাবে বাঁচার কঠিন পথ বেছে নিয়েছিলেন শেষমেশ তিনি মুক্তি পেলেন।'
১৯৪১ সালের ১৩ জুলাই ইরানের আবাদান শহরে জন্মগ্রহণ করেন নাসের তাঘভাই। তার চলচ্চিত্রে ইরানি সমাজের বাস্তবতা, ঐতিহ্য ও আধুনিকতার দ্বন্দ্ব গভীরভাবে প্রতিফলিত হয়েছে। ১৯৭২ সালে মুক্তি পাওয়া তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘Tranquility in the Presence of Others’ তাঁকে ইরানি চলচ্চিত্র অঙ্গনে শক্ত অবস্থান এনে দেয়। সিনেমাটি ইরানের সাংস্কৃতিক দ্বন্দ্ব ও সামাজিক রূপান্তরকে তুলে ধরায় প্রশংসিত হয়।
নাসের তাঘভাই শুধু একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন না, বরং তিনি ছিলেন চিন্তার স্বাধীনতার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের আগে ও পরে তিনি ইরানে চলমান কঠোর সেন্সরশিপের বিরুদ্ধে সরব ছিলেন। ২০১৩ সালে তিনি ঘোষণা দেন, আর কোনো চলচ্চিত্র নির্মাণ করবেন না। সরাসরি ইরানে চলমান “ভয়াবহ সেন্সরশিপ”-এর প্রতিবাদে।
তাঘভাইয়ের কাজের পরিসর ছিল বিস্তৃত। তার নির্মিত জনপ্রিয় টিভি সিরিজ ‘My Uncle Napoleon’ ইরানি সমাজে এক সাংস্কৃতিক আইকন হিসেবে বিবেচিত। ব্যঙ্গাত্মক এ ধারাবাহিকে এক প্রাক্তন সামরিক কর্মকর্তার পতন তীক্ষ্ণ রসবোধে তুলে ধরেন তিনি।
কর্মজীবনে তিনি ছয়টি চলচ্চিত্র, একটি টেলিভিশন সিরিজ এবং বেশ কয়েকটি তথ্যচিত্র নির্মাণ করেন।
তাঘভাই অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ২০০২ সালে ফজর চলচ্চিত্র উৎসবে তাকে বিশেষ জুরি পুরস্কার দেওয়া হলেও, তিনি তা প্রত্যাখ্যান করেন রাষ্ট্রীয় হস্তক্ষেপের প্রতিবাদে।
সূত্র: আল আরবিয়া
বিডি প্রতিদিন/মুসা