গাইবান্ধার সাদুল্লাপুরে আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহেল কবীর ফারুককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত শহীদুল্লাহেল কবীর ফারুক সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার। এর আগে, সোমবার গভীর রাতে গাইবান্ধা জেলা পরিষদ ভবনের সামনে থেকে ফারুককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি ও যুবদল কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ফারুকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, ওই মামলায় এর আগেও ফারুককে গ্রেফতার করা হয়েছিল। তিনি নাশকতার পরিকল্পনা করছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর জেলা শহরের পলাশপাড়ার ভাড়া বাসা থেকে ফারুককে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। পরে জামিনে মুক্তি পান তিনি। কয়েক মাস পর পুনরায় তাকে গ্রেফতার করা হলো।
বিডি-প্রতিদিন/মাইনুল