ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার সংবাদকর্মীদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
জেলা তথ্য অফিসার এইচএম শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আনিছুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মাস রিয়াত জাহান বর্ষা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমীন সরকারসহ প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে জেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হবে। এ কার্যক্রম সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ