‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
সোমবার (৬ অক্টোবর) সকালে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নেত্রকোনা শিশু একাডেমির ক্ষুদে শিল্পীরা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মন জয় করে নেয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। এছাড়া বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) হাফিজুল ইসলাম এবং শিশু বিষয়ক কর্মকর্তা (চলতি দায়িত্ব) রুবেল মিয়া।
বক্তারা বলেন, শিশুদের সুষ্ঠু বিকাশ ও অধিকার নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও অংশগ্রহণ জরুরি। শিশুদের কথা শোনা এবং তাদের চাহিদা অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিশু একাডেমির শিশু শিল্পীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ